শেরপুর সদরে খাদ্য অধিদপ্তরের গরিবের জন্য বরাদ্ধ খাদ্যবান্ধব কর্মসূচির ৩হাজার ৮৪০কেজি সরকারি চাল ব্যক্তি মালিকানা রাইস মিলের গুদাম থেকে জব্দ করেছে যৌথ বাহিনী। শেরপুর পৌর শহরের নবীনগর এলাকার মেসার্স ওয়াসকুরুনী রাইস মিলের গুদামে চাউলগুলো নতুন মোড়কে রাখা হচ্ছিল।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে গুদামের পরিচালক এনামুল হককে আটক করা হয়।
অভিযান সূত্রে জানাযায়, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যানুযায়ী শেরপুর পৌর শহরের মেসার্স ওয়াসকুরুনী রাইস মিলের গুদামে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এসময় রাইস মিলের ভিতরে ইজিবাইকে রাখা খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত পাটের ১২বস্তা, ৮টি প্লাস্টিকের বস্তাভর্তি চাল জব্দ করা হয়। আর গুদামের ভিতরে রাখা খোলা চালগুলো নতুন মোড়কে ভর্তি করা হচ্ছিল। সবমিলিয়ে ৩হাজার ৮৪০ কেজি চাল জব্দ করা হয়। আর অভিযানের আগেই ইজিবাইক দুটির চালক পালিয়ে যায়।
এদিকে, অসহায়দের জন্য বিতরণকৃত সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল জব্দের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করেছে।
শেরপুরের কারিগরি খাদ্য পরিদর্শক মানোয়ার হোসেন জানান, আমরা প্রাথমিক পরীক্ষা করে প্রমাণ পেয়েছি, গুদামের চালগুলো গরিবের জন্য বরাদ্ধ খাদ্যবান্ধব কর্মসূচির চাল।
জেলা খাদ্য পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, সরেজমিনে গিয়ে চালগুলো আমরা দেখেছি। খাদ্য অধিদপ্তরের গরিবের জন্য বরাদ্ধ খাদ্যবান্ধব কর্মসূচির এসব চাল ক্রয় বিক্রয় নিষিদ্ধ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, জব্দকৃত চালের ঘটনায় মামলা হয়েছে। আর কিভাবে, কারা এই সরকারি সম্পদ এখানে এনেছে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।