আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১ টায় মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে একেএম ইহসানুল হক মঞ্জু বলেন, “আমি ছাত্রজীবন থেকেই ছাত্রদলের সঙ্গে রাজনীতিতে যুক্ত ছিলাম। কর্মজীবনে থেকেও দেশপ্রেম ও জাতীয়তাবাদী আদর্শ ধারণ করেছি। সেই কারণেই ২০০৮ সালের পর ফ্যাসিবাদী সরকারের সময়ে আমাকে চাকরি থেকে বঞ্চিত হতে হয়েছে। পরবর্তীতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ নানা মামলায় হয়রানির শিকার হতে হয়।”
তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী ঘরানার চাকরিজীবীদের নিয়ে সারাদেশে সংগঠিত হয়ে মিটিং মিছিলের কারণে দীর্ঘ ১৫/১৬ বছর জেল-জুলুম ও মামলার হয়রানির মধ্যে ছিলাম। অবশেষে ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আমাকে পদোন্নতি দিয়ে সচিব হিসেবে নিয়োগ দেয়।”
বর্তমানে অবসরপ্রাপ্ত সচিব হিসেবে মেলান্দহ-মাদারগঞ্জ অঞ্চলের উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন। মেলান্দহ - মাদারগঞ্জ এর উন্নয়ন একটা সিন্ডিকেটের হাতে জিম্মি ছিলো। তাই এলাকায় এলাকায় ঘুরে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা শুনি। ইতোমধ্যে “এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে রাস্তাঘাট সংস্কার, বিজয় এক্সপ্রেস ট্রেন দেওয়ানগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ, বাহাদুরাবাদ ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ, মেলান্দহে কারিগরি কলেজ স্থাপন এবং নদীভাঙন রোধে টেকসই উন্নয়ন প্রকল্প হাতে নিতে সরকারের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে।”
তিনি বলেন, “এ অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আমি বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচনে অংশ নিতে চাই।”
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।