বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচী চলমান রয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে মঙ্গলবার বেলা ১২ টায় পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ এর নেতৃত্বে শহর পরিছন্নতা অভিযান শুরু হয়। থানা গেট, থানা মোড়ে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং যার যার দোকানের সামনে পরিস্কার পরিছন্নতা রাখার জন্য ব্যবসায়ীদেরকে সচেতন থাকার আহবান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, পৌর শ্রমিকদলের সভাপতি বজলুর রহমান সরকার, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন ও পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মাদারগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ বলেন জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছি, যেমন শহর পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপন, পোনামাছ অবমুক্তকরণ। এছাড়াও ব্যবসায়ীদের দোকানের সামনে পরিস্কার পরিছন্ন রাখার আহবান জানান।