বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ভোলা ৩ আসনের সাবেক ৬ বারের সংসদ সদস্য ও সফল মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, যুবদলের প্রত্যেকটি নেতাকর্মী শহীদ রাষ্টপ্রতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশবাসীর সেবা করবে।এবং বাংলাদেশকে একটি কল্যান রাষ্ট রুপে গঠন করার আত্মনিয়োগ করবে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে ভোলার লালমোহন চৌরাস্তায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ভার্চুয়ালী বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
মেজর হাফিজ আরো বলেন,আমাদের দলের প্রত্যেক নেতাকর্মী চেষ্টা করবেন যাতে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মাটিতে দৃঢ় ভাবে প্রতিত হয়।
এসময় লালমোহন উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদার'র সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদার'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহবায়ক মো. শফিউল্লাহ হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. মোসলে উদ্দিন আহমদ,সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, পৌর যুবদলের সভাপতি মো. জাকির ইমরান, সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি নাফিজসহ উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।