
জামালপুরের মাদারগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় হিদাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সভা কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের চরপাকেরদহ ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল আলিম এর সভাপতিত্বে ও জামায়াতে ইসলামী চরপাকেরদহ সেক্রেটারি শাহ নুর মোহাম্মদ লিটন এর সঞ্চালনায়প্র প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ও জামালপুরের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আসিমুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী শেখ সাদিকুর রহমান সাদি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, জামালপুরের আদর্শ ফেডারেশনের নেতা শাহ জিল্লুর রহমান,চারপাকেরদহ জামায়াতে ইসলামী নায়েবে আমির মাওলানা শাহিনুর রহমান শাহিন, জামায়াতে ইসলামী আমির মাওলানা জাকারিয়া আলম, জামায়াতে ইসলামী বায়তুল সম্পাদক শাহ সাইদুর রহমান, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির মাদারগঞ্জ উপজেলার সভাপতি রমজান আলী প্রমুখ।
এ সময় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির এর নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন