জামালপুরের মাদারগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় মাদারগঞ্জ পৌর এলাকার জোনাইল নয়া পড়া ফাতেমা খান মামুদ উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচী পালিত হয়। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ্ এর সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জোনাইল নয়া পড়া ফাতেমা খান মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, ৩ নং গুনারীতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান , একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল হায়দার প্রমূখ।
পুরো অনুষ্ঠানের সহযোগিতায়: ব্র্যাক ওয়াশ কর্মসূচি, মাদারগঞ্জ, জামালপুর। এ সময় শিক্ষক/শিক্ষিকা,শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।