
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া আহলে হাদীস ঈদগাঁহ মাঠে আল ইখলাস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে আল ইখলাস ফাউন্ডেশন মাদারগঞ্জ,জামালপুর এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।
এ সময় আহলে হাদীস ঈদগাঁহ মাঠ কমিটির সভাপতি আলহাজ্ব নজমুল হক, উপদেষ্টা মন্ডলীর সদস্য হুমায়ুন কবির ও ডা. মোজাহারুল ইসলাম নয়ন, আল ইখলাস ফাউন্ডেশনের শাহ আলম, আবু সাইম, রবিউল ইসলাম, মোজাহিদ ইসলাম ও সোহাগ, শ্যামল ছায়া মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক খায়রুল বাশার, মেহেদী হাসান খোকন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “যদি এসব গাছ বড় হয়ে ছায়া দেয়, তাহলে মুসলমানদের নামাজ পড়া আরও সহজ হবে। ঈদগাঁহে আসা মুসল্লিরা রোদ থেকে রক্ষা পেয়ে ছায়ার মধ্যে নামাজ আদায় করতে পারবে।”
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্থানীয় জনগণের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে ।
মন্তব্য করুন