খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ২নং মুবাছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া মৈত্রীপুর বৌদ্ধ বিহারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৮ম শুভ দানোত্তম কঠিন চীবর দান উৎসব উদযাপিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এ উৎসব।
মৈত্রীপুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষের নেতৃত্বে সকাল পর্বে অনুষ্ঠিত হয় বুদ্ধ পতাকা উত্তোলন, ত্রিরত্ন বন্দনা, ভিক্ষু বন্দনা, ত্রিশরণ প্রার্থনা, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধপূজা, সিবলী পূজা, উপগুপ্ত পূজা, পিণ্ড দান, হাজার প্রদীপ দান, অষ্টপরিষ্কার দান, সংঘদান, বুদ্ধমূর্তি দান ও কঠিন চীবর দানসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা।
বিভিন্ন বিহার থেকে আগত ভিক্ষু সংঘ ধর্মদেশনায় বলেন, “বগবান বুদ্ধের সময়ে প্রধান উপাসিকা বিশাখা কর্তৃক গৌতম বুদ্ধকে প্রথম কঠিন চীবর দান করা হয়। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাসব্যাপী ধ্যানসাধনা ও ধর্মীয় কর্মকাণ্ড শেষে বর্ষাবাস সমাপ্তির পর আশ্বিনী পূর্ণিমা পরবর্তী দিন থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত এক মাসব্যাপী বিভিন্ন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালিত হয়।”
অনুষ্ঠানে মংসাউ মারমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সভাপতি ম্রসাথোয়াই মারমা। বিশেষ অতিথি ছিলেন মহালছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দিনব্যাপী এই ধর্মীয় উৎসবে দূর-দূরান্ত থেকে আগত সকল বয়সী নারী-পুরুষ বৌদ্ধধর্মাবলম্বীদের ব্যাপক উপস্থিতিতে মৈত্রীপুর বৌদ্ধ বিহার প্রাঙ্গণ পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।