
ভিক্ষুক মুক্ত মাদারগঞ্জ গড়ার প্রত্যয়ে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচীর আওতায় ভিক্ষুকদের মাঝে ছাগল ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ৫ জনের মাঝে ১১ টি ছাগল ও ২ জন প্রতিবন্ধীকে ১৫ হাজার করে মনোহারি দোকানের মালামাল বাবদ এবং ১০ জন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ, সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক, এনজিও প্রতিনিধি সাইদুল ইসলাম ও জাহিদ হাসান, এনসিপি যুবফ্রন্টের নেতা আরিফুল ইসলাম সহ কর্মকর্তা/কর্মচারী ও সাংবাদিকবৃন্দ এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন