পুলিশ জানায়, শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এসআই (নিঃ) মো. সাজেদুল ইসলাম খানের নেতৃত্বে এএসআই (নিঃ) শীতল পাল, এএসআই (নিঃ) সবুজ মিয়া ও কনস্টেবল সোহেলসহ মেলান্দহ থানার একটি দল মেলান্দহ বাজারের ছাগল হাটির ইজারা অফিসের সামনে অভিযান চালায়। এসময় ২০৫০ পিস ইয়াবাসহ দুলাল (৪৫) নামে একজনকে আটক করা হয়।
গ্রেপ্তার দুলালের বাড়ি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়া গ্রামে। তার স্ত্রী মিনা বেগম (৩৭) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল জানায়, সহযোগী ফকরুল (৪৮) এর নিকট মাহমুদপুর বাজারের কাছে ইয়াবাগুলো বিক্রির জন্য যাচ্ছিল তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। গ্রেপ্তার দুলালকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।