জামালপুরের মেলান্দহে গণপিটুনিতে রিপন মিয়া (৪৫) নামে এক জনের মৃত্যু হয়েছে।
শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ) সকাল ৯টার দিকে উপজেলার ঝাউগাড়া ইউনিয়নের পলাশতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিপন মিয়া ওই গ্রামের মেজাম্মেল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রিপন মিয়া এলাকায় চিহ্নিত চোর। তার নামে বিভিন্ন সময়ে ৭/৮ টি চুরির মামলা রয়েছে। ঘটনার দিন রাতে একই এলাকার বোরহান উদ্দিনের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করলে তাকে ধরে ফেলে গ্রামবাসী। এ সময় উত্তেজিত জনতা গণপিটুনি দিলে সকাল ৯টার দিকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে মেলান্দহ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) স্নেহাশীষ রায় বলেন,“ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।