দেশব্যাপী চলমান “অপারেশন ডেভিল হান্ট” এর অংশ হিসেবে জামালপুরের মেলান্দহে মহিলা যুবলীগের এক নেত্রীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টা ২০ মিনিটে মেলান্দহ উপজেলা মহিলা যুবলীগের সভাপতি মালিহা আক্তার মালা (৩৫) কে আটক করা হয়। তিনি নাথপাড়া গ্রামের সাইদুর রহমান খোকার কন্যা।
পুলিশ জানায়, মালিহা আক্তার মালাকে মেলান্দহ থানার মামলা নং-২০, তাং-২০/১০/২৪ খ্রিঃ অনুযায়ী গ্রেফতার দেখানো হয়েছে।
এছাড়া, তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার টাইপিস্ট হিসেবে কর্মরত বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “অভিযান চলমান রয়েছে। আটককৃত আসামি কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।