জামালপুরের মাদারগঞ্জে তৃতীয় লিঙ্গ ( হিজড়া) গোষ্ঠীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় মাদারগঞ্জ মডেল থানার সামনে তৃতীয় লিঙ্গ ( হিজড়া) ও ছাত্র সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ছাত্র- শিশু হত্যাকারী জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফা ইয়াসমিন মুয়ুরী'র দৃষ্টান্তমুলক শাস্তি ও আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ায় তাকে দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধনে বক্তব্য রাখেন হিজড়া জনগোষ্ঠীর মাদারগঞ্জের বিন্দি, নুপুর প্রমূখ।
এ সময় মাদারগঞ্জের হিজড়াবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার রাতে তেঘরিয়ায় একটি গানের প্রোগ্রামে অংশগ্রহণ শেষে বাড়ি ফিরছিলেন হিজড়া বিন্দি ও তৃপ্তি। পথে কালারমোড় এলাকায় ময়ুরী হিজড়ার নেতৃত্বে ৭-৮ জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে তাদের একটি প্রাইভেটকারে তুলে নেওয়া হয়। পরে তাদের ঢাকার মুন্সিগঞ্জ জেলার নিমতলী এলাকায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের উপর অমানুষিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ঘটনার পর ভুক্তভোগী হিজড়া বিন্দি জামালপুরের বিজ্ঞ আদালতে আরিফা ইয়াসমিন ময়ুরীসহ জড়িতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।