জামালপুরের মাদারগঞ্জে পানিতে পড়ে এক বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ী নামা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম ইমাম উদ্দিন (১)। সে স্থানীয় শাকিল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় ইমাম উদ্দিনের মা-বাবা খাবার খাচ্ছিলেন। এসময় খেলতে খেলতে বাড়ির পাশে থাকা নালায় পড়ে যায় শিশু ইমাম। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
হঠাৎ এ মৃত্যুতে পরিবার ও আশপাশে নেমে আসে গভীর শোকের ছায়া।