"জুলাইয়ের দীপ্তি অভিযানের শক্তি” এই স্লোগানে খাগড়াছড়ির মহালছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর স্কাউট গ্রুপের উদ্যোগে আয়োজিত ৪র্থ অ্যাডভেঞ্চার ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে।
২০ আগস্ট (বুধবার) মহালছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ এপিবিএন, মহালছড়ি এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ নাজমুল ইসলাম, পিপিএম।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক উক্যসিং মারমা, পিপিএম, পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম অতিরিক্ত পুলিশ সুপার শচীন মৌলিক, মোঃ রিয়াজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক (প্রশাসন), বাংলাদেশ স্কাউটস সার্জেন্ট মোঃ রাসেল আহমেদ, উপাধ্যক্ষ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইডিয়াল স্কুল এন্ড কলেজ, অনুষ্ঠানে ৬ এপিবিএন এর অফিসারবৃন্দ, শিক্ষক, ঢাকা থেকে আগত রোভার ও স্কাউটস সদস্যবৃন্দসহ খাগড়াছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী (২০–২২ আগস্ট) এ ক্যাম্পে আয়োজন করা হয়েছে, আলুটিলা গুহা, ইকো পার্ক, দেবতা পুকুর ও রিছাং ঝর্ণা ভ্রমণ, টিম বিল্ডিং এক্সারসাইজ, মুভি নাইট ও এরোবিক্স পাহাড় ট্রেকিং ও টিম গেইমস সুইমিং প্রোগ্রাম, তাবু জলসা ও সার্টিফিকেট বিতরণসহ নানা আয়োজন।