খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নের মনাটেক গ্রামে বিন্দু চাকমা (৬০) নামের এক বয়স্ক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এলাকাবাসীর ধারণা, তিনি পানিতে ডুবে গিয়ে নিখোঁজ থাকতে পারেন।
নিখোঁজ বিন্দু চাকমা মনাটেক গ্রামের মৃত গোপাল চন্দ্র চাকমার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি প্রতিদিন নৌকাযোগে তার শ্যালিকার মেয়েকে করল্যাছড়ি গ্রাম থেকে গাইন্দ্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনা-নেওয়া করতেন।
গতকাল (সোমবার) বিকাল ৪টার দিকে স্কুল ছুটির পর মেয়েটিকে করল্যাছড়িতে পৌঁছে দিলেও তিনি আর বাড়ি ফেরেননি। প্রথমে পরিবারের সদস্যরা ভেবেছিলেন তিনি হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে গেছেন, তাই খোঁজ নেননি। কিন্তু আজ (মঙ্গলবার) সকালে আত্মীয়-স্বজনের কাছে খোঁজ নিয়ে জানা যায়, তিনি কোথাও যাননি।
পরে সকালে মনাটেক গ্রামের বিলের মধ্যে তার ব্যবহৃত নৌকাটি ভাসতে দেখা যায়। তবে রিপোর্ট লেখা পর্যন্ত বিন্দু চাকমার কোনো খোঁজ মেলেনি। স্থানীয়রা আশঙ্কা করছেন, তিনি পানিতে ডুবে যেতে পারেন।