সারাদেশের ন্যায় “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে র্যালি, শপথ পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেস আমিন, সহকারী অধ্যাপক ওহিদুল ইসলাম এবং আত্মকর্মী সোহেল রানা ও মুশতারী আঁখি।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ও তথ্য আপা আঁখি আক্তার।
আলোচনা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকার ৯ জনের মধ্যে ৭ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এর আগে ভবানীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।