জামালপুরের মাদারগঞ্জে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও মৎস্যজীবী লীগের ওয়ার্ড পর্যায়ের দুই নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাতে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—উপজেলার বাগলের গড় এলাকার মফিজ উদ্দিনের ছেলে কড়ইচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান (৪০) এবং কয়ড়া এলাকার মৃত আবুল মন্ডলের ছেলে রফিকুল ইসলাম অহিজ্জল (৪৫), যিনি আদারভিটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক।
তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন কর্তৃক দায়েরকৃত নাশকতা মামলায় তদন্তে নাম উঠে আসায় রফিকুল ইসলাম অহিজ্জলকে ডিবি পুলিশ আটক করে।
অপরদিকে, ১০ অক্টোবর ২০২৫ তারিখে মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু বাদী হয়ে দায়েরকৃত আরেকটি নাশকতা মামলায় আনিছুর রহমানকে গ্রেপ্তার করে মাদারগঞ্জ থানা পুলিশ।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, রাজনৈতিক নাশকতা সংশ্লিষ্ট মামলায় দুইজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।