১৭ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাত দফা দাবি আদায়ের উদ্দেশ্যে মেলান্দহে মিছিল করেছে দলটির পৌর শাখা।
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৫০ মিনিট পর্যন্ত মেলান্দহ পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত এ মিছিলে ৮০ থেকে ১০০ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি মেলান্দহ বাজার থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
এ সময় দলটির মেলান্দহ-মাদারগঞ্জ (জামালপুর-৩) আসনের প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী, মেলান্দহ উপজেলা আমীর ইদ্রিস আলী, পৌর আমীর মো. শরাফাত আলীসহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাত দফা দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা
২. জুলাইসহ সকল গণহত্যার বিচার
৩. প্রয়োজনীয় মৌলিক সংস্কার
৪. জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন
৫. জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন
৬. পিআর (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন
৭. এক কোটির বেশি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করা
মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আসন্ন ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সাত দফা দাবি আদায়ে আন্দোলনকে বেগবান করতে হবে।
তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ গঠনে এসব দাবি আজ সময়ের দাবি।