জাপানের সেই দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলায় যাত্রা শুরু করেছে "আইল্যান্ড একাডেমি"। এই উপজেলার বেকারত্বের হার কমানোই একাডেমিটির মূল লক্ষ্য। এই আইল্যান্ড একাডেমি থেকে সর্বনিম্ন এইচএসসি, আলিম ও ডিপ্লোমা সমমান পাস করা তরুণ-যুবকদের জাপানিজ ভাষা শিখিয়ে দেশটিতে যাওয়ার সুযোগ করে দেয়া হবে। লালমোহন পৌরশহরে ওয়েস্টার্ণ পাড়া এলাকার আমেরিকান ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত আইল্যান্ড একাডেমি। এটি পরিচালনা করছেন ইঞ্জিনিয়ার মোঃ তাজউদ্দিন তৌহিদ নামে এক যুবক।
তিনি জানান, আমাদের ভোলাবাসীর জাপান সম্পর্কে তেমন জানাশোনা নেই। তাই এ জেলার তরুণ ও যুব সমাজ যেন উন্নত ও সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন সে লক্ষে আইল্যান্ড একাডেমিটি চালু করা হয়েছে। এ শাখার মাধ্যমে জাপানে যোগ্য ও দক্ষ জনশক্তি পাঠানোর লক্ষে কাজ করা হচ্ছে। কেউ আগ্রহী হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাকে প্রয়োজনীয় শিক্ষা ও সঠিক গাইডলাইন দিয়ে জাপানে পাঠানোর সুব্যবস্থা করে দেবো।