গাইবান্ধায় আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই কংগ্রেসের আয়োজন করা হয় গাইবান্ধা সদর উপজেলা পরিষদের হলরুমে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং PARTNER প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে বিশদ আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধার উপপরিচালক খোরশেদ আলম, অতিরিক্ত উপপরিচালক আল মুজাহিদ সরকার, গাইবান্ধা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরুন কুমার দত্ত, সিনিয়র মৎস্য কর্মকর্তা মারজান সরকার, সমাজসেবা অফিসার নাসির উদ্দীন শাহ, সমবায় অফিসার হাফিজুর রহমান সহ আরও অনেকে ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদাৎ হোসেন।
বক্তারা বলেন,“কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। “এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্ল্যাটফর্ম তৈরি হয়।