
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণপুর ইউনিয়নের গণিরচর গ্রাম থেকে বুধবার রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।
দুই সন্তানের জননী নিহত ২৬ বছর বয়সী শহিদা বেগম ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী।ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, “আজিজুল ইসলাম গ্রামের পাশের কালারচর বাজারে চায়ের দোকান চালান। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় শহিদা ও তার আড়াই বছরের সন্তান বাড়িতে ছিল। রাত আটটার দিকে শহিদা বেগমের বাসা থেকে গোঙ্গানির শব্দ শুনতে পেয়ে সেখানে ছুটে যান প্রতিবেশীরা। পরে তারা টিউবওয়েলের পাড়ে শহিদার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। সে সময় তার ছোট শিশুটি ঘুমিয়েছিল।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য কবিরুল ইসলাম বলেন, “বিভৎসভাবে মেয়েটার গলা ও হাত কাটা হয়েছে। ওই বাড়ির টিউবওয়েল পাড় ও চারদিক টিন দিয়ে ঘেরা। অন্য কেউ সহজে খুন করে পালিয়ে যাবে তেমন পথ নেই। খুনি পরিচিত কেউ হবে।কচাকাটা থানার ওসি সোয়েল রানা বলেন, ওই নারীর গলাকাটা লাশ উদ্ধার করে বৃহস্পতিবার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন