
শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রাক্তন শিক্ষার্থী ও সহকর্মীরা। প্রিয় শিক্ষকের বিদায় বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার ডিগ্রি চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম।
শনিবার (১০জানুয়ারি) প্রধান শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যলয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সহকর্মীরা।
প্রিয় শিক্ষককে ফুল দিয়ে বরণ করে মঞ্চে উঠিয়ে সংবর্ধনা দেন। ভালোবাসার স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও সূধীজনরা। অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে উঠিয়ে বাড়িতে পাঠিয়ে বিদায় জানানো হয় বিদায়ী প্রধান শিক্ষক আব্দুস সালামকে ।
ডিগ্রি চর উচ্চ বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু।
এসময় বক্তারা বলেন, বিদায়ী এ প্রধান শিক্ষক শূন্যতা কখনই পূরণ হবার নয়। স্যার অনেক ভালো শিক্ষক ছিলেন। শুরু থেকেই দেখেছি তিনি কখনোই সময়ের অপব্যবহার করতেন না। যথাসময়ে আসতেন এবং যথাসময়ে চলে যেতেন। যার কারনে আমদের সহকারি শিক্ষকদের কেউ ফাঁকিবাজি করার সুযোগ পেতো না। স্যার দক্ষতার সাথে স্কুল পরিচালনা করতেন। স্যারের নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা থেকে আমরা সহকারি শিক্ষকরা অনেক কিছু শিখেছি। এখান থেকে কোনো শিক্ষক যদি প্রমোশন নিয়ে কোথাও যান তবে স্যারকে অনুকরন করে তিনিও দক্ষতার সাথে একজন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে বিদায়ী প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, আমার কর্মজীবন শুরু হয় রোকনাই উচ্চ বিদ্যালয় দিয়ে সহকারী শিক্ষক হিসেবে১৯৮৭ থেকে ১৯৯০ সালে। তিনি ২৮/০৮/১৯৯০ সালে ডিগ্রীরচর উচ্চ বিদ্যালয়ে যোগদান করি প্রধান শিক্ষক হিসেবে। গত ০৭/০১/২৬ কর্মময় জীবন অবসান ঘটে।
সে আরও বলেন, আমি সবসময় চেষ্টা করেছি আমার শিক্ষার্থীদের ভালোবাসা দিতে, তাদের সঠিক পথে চলতে শেখাতে। আজ এই ভালোবাসা ও সম্মান আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
প্রায় দীর্ঘ ৩৬ বছর শিক্ষকতা করে আজ অবসরে যান এই প্রধান শিক্ষক।
মন্তব্য করুন