
কুড়িগ্রাম জেলায় শীতের তীব্রতা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী চরাঞ্চলের শীতার্ত, দরিদ্র ও দুঃস্থ মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবি।
শনিবার সকালে (১০ জানুয়ারি) ব্যাটালিয়নের তত্ত্বাবধানে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী পাখিউড়ার চর, উত্তর ধলডাঙ্গা, দই খাওয়ারচর, মাদারগঞ্জ এবং ময়দান চর এলাকার ৭শতাধিক শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও চলতি শীত মৌসুমে কুড়িগ্রাম-২২ বিজিবির পক্ষ থেকে প্রতিবন্ধি, দুস্থ- অসহায় দেড় হাজার নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম-২২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক,সহকারী পরিচালক মো: মতিউর রহমান,বিভিন্ন বিওপি ক্যাম্প কমান্ডারসহ বিজিবি সদস্যগণ।
কুড়িগ্রাম-২২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক সাংবাদিকদের জানান, , বিজিবি সীমান্ত পাহাড়ার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
মন্তব্য করুন