ইসলামপুরে কাঁচা মরিচের জমজমাট ভ্রাম্যমান হাট,বেচা কেনায় খুশী কৃষকরা - Channel 11
মোঃ এনামুল হক (ইসলামপুর) জামালপুর
৯ জানুয়ারী ২০২৬, ৮:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামপুরে কাঁচা মরিচের জমজমাট ভ্রাম্যমান হাট,বেচা কেনায় খুশী কৃষকরা

জামালপুরের ইসলামপুর উপজেলা উলিয়া বাজার নৌকাঘাটে কাঁচা মরিচের জমজমাট হাট বসেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাইকারি কেনাবেচা চলে এ হাটে। এখান থেকে পাইকারি ব্যাপারীরা প্রতিদিন ৮/৯ ট্রাক কাঁচা মরিচ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকেন।

সরেজমিনে উপজেলার চিনাডুলী ইউনিয়নের উলিয়া বাজার নৌকা ঘাটে গিয়ে দেখা যায়, বাজারটিতে কাঁচা মরিচের বিশাল জমজমাট হাট বসেছে। মাত্র কয়েক বছর হলো উলিয়া বাজার নৌকা ঘাটে সাধারণ হাটে কাঁচা মরিচের হাট বসছে। এরইমধ্যে জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে কাঁচা মরিচের বিশাল এ হাটের খবর।

কথা হয় হাট মালিক আরিফের সাথে। তিনি জানান, হাটবাজার ইজারা নেয়ার পর দেখা যায়, এলাকায় প্রচুর কাঁচা মরিচের চাষ শুরু হয়েছে। এখানে কাঁচা মরিচের পাইকারি হাট বসানো হলে এলাকার চাষিদের কষ্ট করে দূরের হাটে যেতে হবে না। এতে করে চাষিরা যেমন সুবিধা পাবে, তেমনিভাবে হাটের টোল আদায়ও বেশি হবে। তাই তিনি কাঁচা মরিচের পাইকারি হাট বসানোর উদ্যোগ নেন।

তিনি আরও জানান, বর্তমানে এই হাটে দূর-দূরান্ত থেকে চাষিরা তাদের ক্ষেতের মরিচ নিয়ে এসে সরাসরি পাইকারি ব্যাপারীদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করে থাকেন। প্রতিদিন বাজার বসার কারণে চাষিদের খেতের ফসল নষ্ট হয় না।

মরিচ চাষি সাপধরী গ্রামের রফিক মিয়া জানান, বাজারটিতে পার্শবর্তী ইউনিয়ন, নোয়ারপাড়া, সাপধরী, চিনাডুলী,বেলগাছার প্রতিটি গ্রাম সহ কাঠমা, কোদালধুয়া,মন্ডলপাড়া, প্রজাপতি, ইংলামারি,খাবলাসহ, বিভিন্ন গ্রামের চাষিরা তাদের উৎপাদিত  মরিচ বিক্রি করতে নিয়ে আসেন।

প্রজাপতি গ্রামের কৃষক আমিনুল ইসলাম বলেন, ‘এই হাটে প্রায় ৫০-৬০জন শ্রমিক কাজ করে। মরিচ ওজন করা থেকে শুরু করে বস্তায় ভরা ও গাড়ি লোড দেয়া পর্যন্ত তাদের দায়িত্ব থাকে। এতে করে তারা বস্তা প্রতি ৫০ টাকা মজুরি পেয়ে থাকেন।’

কথা হয় পাইকারি ব্যাপারী পাবনা জেলা শহরের সোলাইমান হকের সাথে। তিনি জানান, উলিয়া বাজার নৌকা ঘাটের হাট থেকে প্রতিদিন কৃষকদের কাছ থেকে সরাসরি দুই ট্রাক করে কাঁচা মরিচ ক্রয় করেন। এই মরিচ ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, মানিকগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বিক্রি করেন।

তিনি আরও জানান, মরিচ আমদানি করতে ব্যাপারীরা আসেন ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ি, বরিশাল, মানিকগঞ্জ, সাভার, ঢাকা, সিলেট ও চট্টগ্রামে থেকে।

উপ-সহকারী কৃষি অফিসার পার্থ করিম বিশ্বাস বলেন , মরিচ চাষ লাভজনক ফসল। বর্তমানে দাম ভালো পাওয়া যাচ্ছে। দুই সপ্তাহ আগে প্রতি কেজি মরিচের দাম ছিল ৮০-৯০ টাকা। বর্তমানে ৫০-৬০ টাকা দরে মরিচ বিক্রি হচ্ছে। মরিচের হাট হিসেবে উলিয়া বাজার নৌকা ঘাটের হাট ইতোমধ্যে সারাদেশে সুনাম অর্জন করেছে। হাটটা ধরে রাখতে পারলে ও বাজার ব্যবস্থা জোরদার করতে পারলে সরকার ও ব্যবসায়ী উভয়ই লাভবান হবে বলে তার বিশ্বাস।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে অসহায়দের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিল এসএসসি-২০০৩ ব্যাচ

মাদারগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত, রাজকীয় বিদায় সংবর্ধনা

আধ্যাত্মিকতার মিলনমেলায় আটরশিতে বিশ্ব উরস শরীফ, ১৩ জানুয়ারী আখেরি মোনাজাত

দুবাই পালানোর পথে বিমানবন্দরে নরসিংদী জেলা ছাত্রলীগ সম্পাদক গ্রেফতার

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, সূর্যের দেখা মিললেও নেই তেজ

কুড়িগ্রামে ‘চোর সন্দেহে’ অজ্ঞাত যুবককে পিটিয়ে হত্যা, আটক তিনজন

কুড়িগ্রামের চরাঞ্চলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বিজিবি

জামালপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নিষিদ্ধ ডিভাইসসহ আটক ৮ পরীক্ষার্থী, জেলহাজতে প্রেরণ

কুড়িগ্রামের যাত্রাপুরের চরে ২ শতাধিক মানুষের পাশে চর উন্নয়ন কমিটি

১০

কুড়িগ্রামে দুইদিনব্যাপী হ্যালো’র শিশু সাংবাদিকতা কর্মশালা শুরু

১১

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই ডিভাইসসহ ১১জন আটক

১২

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস সহ তিনজন আটক

১৩

আজকের খেলার সূচি: মাঠে গড়াচ্ছে বিপিএলসহ আন্তর্জাতিক ও ইউরোপীয় লড়াই

১৪

অল্প যত্নেই বদলাতে পারে হাতের ত্বক, ঘরোয়া উপকরণেই মিলবে কোমলতা ও উজ্জ্বলতা

১৫

ইসলামপুরে কাঁচা মরিচের জমজমাট ভ্রাম্যমান হাট,বেচা কেনায় খুশী কৃষকরা

১৬

জাবিপ্রবিতে রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট এসোসিয়েশন এর আহ্বায়ক মিরাজুল, সদস্যসচিব নিরব হোসাইন

১৭

শীতার্ত মানুষের পাশে ভলান্টিয়ার ফর বাংলাদেশ

১৮

অবৈধ বালু উত্তোলনে সর্বনাশের পথে ইসলামপুরের নদী তীরবর্তী জনপদ

১৯

কুড়িগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ

২০