
অবশেষে জামালপুরের ইসলামপুরে পৌরসভার মোশারফগঞ্জ বাজার এলাকা রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া নবজাতক কন্যাশিশুটি পেলো নতুন মা–বাবার স্নেহের ছায়া।
গত ৮ ডিসেম্বর সকালে পৌরসভার মোশারফগঞ্জ এলাকা থেকে স্থানীয় যুবক শাহজালাল ও তার মা’র সহযোগিতায় নবজাতক কন্যাশিশুটিকে উদ্ধার করা হয়। পরে ইসলামপুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা শেষে শাহজালাল এর পরিবারের নিকট সাময়িক ভাবে লালন পালন করার দ্বায়িত্ব দেয়।
পরবর্তীতে ১৫ডিসেম্বর (সোমবার) রাত নয়টায় উপজেলা প্রশাসন ও শিশু সুরক্ষা কর্মকর্তাসহ সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে শিশুটিকে তার নতুন মা–বাবার হাতে তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন বলেন, মানবিক এই উদ্যোগেে, এই নিষ্পাপ শিশুটির জীবন ও ভবিষ্যৎ নতুন আশায় আলোকিত হলো। তিনি আশা প্রকাশ করেন, শিশুটি নতুন পরিবারে স্নেহ, মমতা ও নিরাপত্তার মধ্য দিয়ে বেড়ে উঠবে।
এ সময় উপস্থিত সবাই শিশুটির সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এবং নতুন পরিবারটির জন্য দোয়া করেন।
মন্তব্য করুন