
“দেশীয় জাত উন্নত প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফিতা কেটে ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল হরিপুর ঠাকুরগাঁওয়ের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সোহাগ রানার সভাপতিত্বে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৬ শে নভেম্বর) সকাল ১১:০০টায় উপজেলা পরিষদ চত্তর হতে র্যালি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাণিসম্পদ অফিসে এসে শেষ হয়। এর পরে শুরু হয় আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রদর্শনীর স্টল পরিদর্শন ও আসন গ্রহণ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে কেরাত পাঠ করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা মঈনুদ্দীন আল মাদানী । সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. সোহাগ রানা।
অনুষ্ঠান সঞ্চালনায় প্রাণিসম্পদ সম্প্রাসারন অফিসার ডা.সুবর্ণা রানী চৌধুরী । উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার, বিকাশ চন্দ্র বর্মণ,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রুবেল হোসেন,অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. শরিফুল ইসলাম শরিফ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রায়হানুল হক মিয়া । আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরিনারি অফিসার বিপ্লবী চক্রবর্তী কেয়া, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আনোয়ার হোসেন,গণধিকার পরিষদের সভাপতি মোজাক্কের ইসলাম সুমন,উপজেলা তথ্য আপা অফিসার দিলরুবাসহ খামারীগন । এবারের প্রদর্শনীর স্টলের সংখ্যা ৩০টি।
এ বছর প্রথমবারের মত সারাদেশে একযোগে ২৬ নভেম্বর/২০২৫ হতে ০২ ডিসেম্বর/২০২৫ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫।
মন্তব্য করুন