
কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকছে চারপাশ। তবে রোদের উষ্ণতা থাকায় জনমনে ফিরেছে স্বস্তি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানান রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।
এই শীতে রিকসা চালক, ভ্যানচালক, দিনমজুর ও শ্রমজীবী মানুষের কষ্ট বেড়েছে। তবে ৪ দিন থেকে রোদের তেজ থাকায় এবং কুয়াশার পরিমাণ কমায় সাধারণ মানুষের কষ্ট কমেছে। ঘন কুয়াশায় বোরো ধানের চারা বীজতলা লাঁলচে ও কোঁকড়ানো হলেও ক্রমে তা স্বাভাবিক হচ্ছে। বোরো চাষে কৃষক ও কৃষি শ্রমিক পুরোদমে মাঠে নেমেছে।
তবে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এখনও বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে রোগীরা ভিড় করছে। এরমধ্যে মহিলা, শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি।
মন্তব্য করুন