জামালপুরের মাদারগঞ্জে ৯ জুয়াড়ি কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে বালিজুড়ী ইউনিয়নের শুভগাছা এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন মাদারগঞ্জের গাবের গ্রামে এর সোহেল মন্ডল (৪০), মজনু খান (৪৭), সুজন খান (৪২) , পশ্চিম সুখনগরী এলাকার নূর মোহাম্মদ (২৫) ও সাইদুল মন্ডল (৪২), বালিজুড়ী এলাকার শুক্কুর আলী ফকির, ইসলামপুরের সামিউল (৪৫), মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়ার বিদ্যুৎ আকন্দ (৩৫), সারিয়াকান্দি উপজেলার উত্তর টেংরাকুড়ার হাফিজুর রহমান (৩৫), তাদের কাছ থেকে নগদ ৭১ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা, ৭ বান্ডিল তাস এবং ৩ টি মোটরসাইকেল জব্দ করা হয়। বুধবার বেলা ১২ টায় আটকৃত আসামীদের জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জামালপুর জেলা সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল মোস্তাফিজুর রহমান ভুঞা বলেন, গত ১৩ জানুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শুভগাছা এলাকায় জুয়া খেলতে বসবে। বিষয়টি আমরা জামালপুর জেলা সুযোগ্য পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ জাবের সাদেক স্যার কে অবগত করি এবং তার নির্দেশনায় মাদারগঞ্জ থানার টিম গিয়ে চারপাশে ঘিরে ফেলে ৯ জুয়াড়ি কে আটক করে এবং কয়েকজন পালিয়ে যায় । ঐ স্থান থেকে নগদ ৭১ হাজার ৫শত পঞ্চাশ টাকা ও ৭ বান্ডিল তাস এবং ৩ টি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃতদের জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।