
জামালপুর ও শেরপুর জেলার বহুল প্রচারিত ও প্রকাশিত দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রকাশক ও সম্পাদক, বিশিষ্ট প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট নূরুল হক জঙ্গির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিকাল ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ উমির উদ্দিন পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোহন তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও বিএনপি নেতা একেএম ইহসানুল হক মঞ্জু।
অনুষ্ঠানে প্রয়াত নূরুল হক জঙ্গির কর্মময় জীবন ও সাংবাদিকতায় অবদানের কথা স্মৃতিচারণ করেন নাংলা ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা, জামালপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মজিবুর রহমান আজাদী, সাবেক বিএনপি নেতা সাংবাদিক আজম খান, সাংবাদিক আলমগীর আহমেদ শাহজাহান, ডেইলি ফ্রন্ট পত্রিকার সম্পাদক মেহেরুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজান তালুকদারসহ অন্যান্য বক্তারা।
এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রয়াত সাংবাদিক নূরুল হক জঙ্গির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
মন্তব্য করুন