
মেলান্দহে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী এর আগমন উপলক্ষে মেলান্দহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ জানুয়ারী সকাল ১১:৩০ মিনিট সময় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরার সভাপতিত্বে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার আশরাফুল আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদা আক্তার জ্যোতি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আহসান হাবীব, কৃষি কর্মকর্তা কৃষিবীদ আব্দুর রউফ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুকুমার চন্দ্র দাস, সমাজ সেবা অফিসার মোঃ আরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী শুভাশীস রায়, উপজেলা মুক্তি যোদ্ধা আহবায়ক ক্বারী মোঃ হামিদুল হক, মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার, রিপোর্টাস ইউনিটির সভাপতি শাহা জামাল , মেলান্দহ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক আব্দুল হাই, দৈনিক মানব জমিনের মেলান্দহ প্রতিনিধি দিলরুবা ইয়াসমিন রুমা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন