
জামালপুরের মাদারগঞ্জে ৩ ফসলী কৃষি জমি থেকে মাটি বিক্রির মহোৎসব চলছে।
১১ জানুয়ারী রবিবার সরেজমিনে দেখা যায়,মাদারগঞ্জ উপজেলার ৪ নং বালিজুড়ী ইউনিয়নের চাঁদপুর মৌজায় ৩ টি ভেকু লাগিয়ে ৩ ফসলী কৃষি জমি থেকে অবাধে মাটি বিক্রি মহা উৎসব চলছে। এমন চিত্র উপজেলা জুড়েই। এক শ্রেণির অসাধু চক্র আইনকে তোয়াক্কা না করে দেদারসে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করছে। ফলে হৃাস পাচ্ছে কৃষি জমির উর্বরতা। ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশ্ববর্তী কৃষক ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন কৃষক জানান ফসলী জমি কেটে মাটি বিক্রি করার ফলে আমাদের আবাদি জমি গুলো ও ঝুঁকির মধ্যে রয়েছে। জমিতে পানি দিতে গেলে পানি নামা ক্ষেতে চলে যায় এবং পরবর্তীতে চাষাবাদ করতে পারি না বাধ্য হয়ে আমাদের আবাদী জমি গুলো থেকেও মাটি বিক্রি করতে হচ্ছে। আর এভাবেই কমে যাচ্ছে ৩ ফসলী জমি এবং কৃষি পণ্যের উৎপাদন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও জানান, ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করতেছে জানতে পারলাম’ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন