ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে ৫৪ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার শাকের আহমেদ।
সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন। সার্বিক তত্বাবধানে বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ইনছাফ আহমেদ আব্দুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনায় সহকারী শিক্ষক মিজানুর রহমান।
ক্রীড়া পরিচালনায় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অবঃ শিক্ষক ফরিদ আহমেদ, ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শরিরচর্চা শিক্ষক আক্কাস আলী, ঝাড়কাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের শরিরচর্চা শিক্ষক হেলাল উদ্দিন, জুনাইল উচ্চ বিদ্যালয়ের শরিরচর্চা শিক্ষক আমিনুর ইসলাম সহ অংশগ্রহণকারী স্কুলের শরিরচর্চা শিক্ষকবৃন্দ।
ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ভলিবল সহ ৩ টি ইভেন্টে চ্যাম্পিয়ন পুরুস্কার সহ মোট ১৩ টি পুরুস্কার অর্জন করে। এ ছাড়াও বিভিন্ন স্কুল,মাদ্রাসা চ্যাম্পিয়ন এবং অন্যান্য ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মোট ৩৬ টি ইভেন্টে অংশগ্রহন করে শিক্ষার্থীরা। এ সময় মাদারগঞ্জ উপজেলা একাডেমি সুপারভাইজার শফিকুল হায়দার, ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, নিশ্চিন্তপুর কাতলামারী দাখিল মাদ্রাসার অধ্যক্ষ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।