মুখের যত্নে আমরা যতটা মনোযোগী, হাতের ত্বকের বেলায় ততটাই অবহেলা দেখা যায়। অথচ সারাদিনের কাজকর্মে সবচেয়ে বেশি চাপ পড়ে হাতের ওপর। ধুলো-ময়লা, বারবার হাত ধোয়া, ঠান্ডা-গরম আবহাওয়ার প্রভাব—সব মিলিয়ে হাতের ত্বক দ্রুত শুষ্ক, রুক্ষ ও মলিন হয়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে দেখা দেয় কালচে ভাব ও দাগছোপ। তবে বিশেষ কোনো প্রসাধনী নয়, ঘরের সাধারণ কিছু উপকরণেই ফিরিয়ে আনা সম্ভব হাতের হারানো সৌন্দর্য।
বিশেষজ্ঞদের মতে, রান্নাঘরের পরিচিত উপাদান লেবু ও মধু হাতের ত্বকের জন্য বেশ কার্যকর। লেবু ত্বকের রুক্ষতা কমাতে সাহায্য করে, আর মধু ধরে রাখে প্রয়োজনীয় আর্দ্রতা। লেবুর রস, মধু ও সামান্য বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে নিয়মিত হাতে ব্যবহার করলে ত্বক হয় মসৃণ ও উজ্জ্বল। একইভাবে লেবুর সঙ্গে চালের গুড়ো ব্যবহার করে কনুই, হাঁটু ও পায়ের গোড়ালির কালচে দাগও হালকা করা যায়।
খসখসে হাতের জন্য দই ও বেসনের মিশ্রণও বহুদিনের পরীক্ষিত পদ্ধতি। দই ত্বককে ভেতর থেকে নরম করে, আর বেসন মৃত কোষ দূর করে ত্বকে নতুন উজ্জ্বলতা আনে। অল্প সময় এই প্যাক ব্যবহার করলেই চোখে পড়ার মতো পরিবর্তন দেখা যায়।
এ ছাড়া টমেটো, লেবুর রস ও অল্প গ্লিসারিনের মিশ্রণ হাতের ত্বক সতেজ রাখতে বেশ উপকারী। নিয়মিত ব্যবহারে শুষ্কতা কমে, ত্বক হয় নরম ও প্রাণবন্ত।
বিশেষজ্ঞরা বলছেন, হাতের ত্বকের যত্ন কোনো বিলাসিতা নয়, এটি প্রয়োজনীয় অভ্যাস। প্রতিদিন অল্প সময় ব্যয় করে নিয়মিত যত্ন নিলেই হাতও হয়ে উঠতে পারে মুখের মতোই কোমল ও উজ্জ্বল। নিজের হাতের দিকে একটু বাড়তি নজর দিলেই বদলে যেতে পারে এর সৌন্দর্য।