
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত ৮ টায় মাদারগঞ্জ উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৭নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশর প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু- সাঈদ সুজন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাবেক সদস্য বেলাল মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্য নাঈম ইসলাম, ৯ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চরপাকেরদহ ইউনিয়ন যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম, যুবদল নেতা মাহমুদ জ্জামান, চর পাকেরদহ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নুর – ইসলাম, ৭ নং ওয়ার্ড বিএনপি সাবেক সদস্য নাদের, কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সদস্য তৌহিদ হাসান, কড়ইচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদপ্রার্থী মোঃ আলমগীর হোসাইন হৃদয়,যুবদল নেতা আসিফ,ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক সহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন বীর পাকেরদহ আহালে হাদীস হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আশিদুল ইসলাম।
মন্তব্য করুন