
পটুয়াখালীর বাউফলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রবিবার (৪জানুয়ারি) বিকেল চারটার সময় বাউফল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আল আমীন এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চন্দ্রপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় মো.বাদল মৃধা (৩৮) কে তিন পিচ ইয়াবাসহ আটক করা হয়।
বাদল মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত আবদুর রহিমের ছেলে।
পুলিশ সূত্র জানায়, অভিযানের সময় বাদল মৃধার নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে পড়ার টেবিলের ড্রয়ার থেকে তিন পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। ওই সময় অভিযানে মূল আসামীকে পাওয়া যায়নি।
উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বাউফল থানা পুলিশ।
মন্তব্য করুন