
‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’—এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের নলছিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫।
শনিবার (৩ জানুয়ারি) রাত ৮টায় স্থানীয় খেলার মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
কড়ইচড়া ইউনিয়ন শ্রমিক নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সুমন-এর সভাপতিত্বে এবং ছাত্রনেতা ও আর এস স্টাডি পয়েন্ট একাডেমীর প্রতিষ্ঠাতা জাকির হোসেন রাজুর সঞ্চালনায় টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম দুলাল।
টুর্নামেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সদস্য তৌহিদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—কড়ইচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদপ্রার্থী মোঃ আলমগীর হোসাইন হৃদয়, চর পাকেরদহ ইউনিয়ন যুবদলের যুবনেতা সুজন মিয়া এবং কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ মোসা।
পুরো টুর্নামেন্টটি সফলভাবে পরিচালনা করেন কড়ইচড়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফুলমিয়া ও ছাত্রনেতা মকিবুল ইসলাম।
আয়োজকবৃন্দের মধ্যে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মোজা, কড়ইচড়া ইউনিয়ন যুবদল নেতা শেখ ফরিদ ও যুবদল নেতা আব্দুল হালিম।
শীতের রাতে জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টটি দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক সমাগম ঘটে। বক্তারা তাদের বক্তব্যে যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে এবং শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
মন্তব্য করুন