
প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায় এ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ “আত্ম অনুসন্ধান” শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় মাদারগঞ্জ আয়োজিত পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, এনজিও প্রতিনিধি জাহিদ হাসান প্রমূখ।
এ সময় উপজেলা সহকারী নির্বাচন অফিসার গোলাম সরোয়ার সজিব, সমাজকর্মী বেলাল হোসেন, আনিছুর রহমান, সাহিদ আহমেদ, সামিনা জাহান, রাশেদা সুলতানা, সাংবাদিকবৃন্দ সহ দুঃস্থ ও এতিম শিক্ষার্থী, সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সরকারের পাশাপাশি যার যার অবস্থান থেকে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার আহবান জানান। উল্লেখ্য যে, শুক্রবার শোক দিবস থাকায় দিবসটি শনিবার পালন করে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন