
“প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা—আজ সমাজসেবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মেলান্দহ উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এক আত্ম-অনুসন্ধানমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রীয় শোক দিবসের কারণে নির্ধারিত ২ জানুয়ারির পরিবর্তে শনিবার (৩ জানুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা। সভা সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহসান হাবীব, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, মেলান্দহ প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আজম খান, ইউনিয়ন সমাজকর্মী ইমরান মাহমুদ,আব্দুল্লাহ আল মামুন, উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধানগণ, এতিমখানার পরিচালকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনায় বক্তারা সমাজসেবার গুরুত্ব, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, সামাজিক বৈষম্য হ্রাস এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় আরও জোরদার করতে হবে।
মন্তব্য করুন