
খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলায় সনাতনী ধর্মীয় ও সামাজিক সংগঠন ত্রিশুল ধারী সংঘ এর নাম উন্মোচন ও উদ্ভোদনী অনুষ্ঠান পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিঘীনালা সনাতন শ্রী শ্রী সনাতন শিব মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী শিবু চন্দ্র দে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিউলি বিশ্বাস, পরিমল শীল সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তি বর্গ। দিঘীনালা সনাতনীদের পাশে এবং সমাজের কাজ রক্ষার্থে এই সংগঠনটি করা হয়। পাশাপাশি ২০২৫ সালে উক্ত সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
ত্রিশুল ধারী সংঘ এর উদ্ধোধনী অনুষ্ঠানে শ্রী শিবু চন্দ্র দে সংগঠনটি নাম মোড়ক উন্মোচন করেন ত্রিশুল ধারী সংঘ এর উপদেষ্টা মন্ডলী, সর্বশ্রী – নয়ন চন্দ্র দাশ, তীর্থ চক্রবর্তী, প্রশান্ত চক্রবর্তী, বিজয় দাশ,শিমুল দাশ, আকাশ দাশ, ও দীপন দাশ এবং কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সভাপতি শ্রী রাহুল শীল,সাধারণ সম্পাদক অজয় ঘোষ, সাংগঠনিক সম্পাদক অমিত মলাকার, অর্থ সম্পাদক সজিব দাশ, দপ্তর সম্পাদক শুভ দাশ, প্রচার সম্পাদক পরশ কুমার খা, সাংস্কৃতিক সম্পাদক রাজ শীল, মহিলা সম্পাদিকা শ্রীমতি দেবী দে প্রমুখ।
মন্তব্য করুন