আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন থেকে মোট ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জিন্নাতুল আরা এর কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন ৫ জন প্রার্থী। মাদারগঞ্জ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিয়েছেন ২ জন প্রার্থী। বাকি ৪ জন প্রার্থী জমা দিয়েছেন জামালপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে।
মেলান্দহে মনোনয়ন পত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে প্রথমে বিএনপির মোস্তাফিজুর রহমান বাবুল মনোনয়ন পত্র জমা দেন। এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশের ইঞ্জিঃ মোঃ দৌলতুজ্জামান আনছারী, গনঅধিকার পরিষদের লিটন মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা মুজিবুর রহমান আজাদী, স্বতন্ত্র প্রার্থী ফারজানা পুঁথি।
মাদারগঞ্জ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী শিবলুল বারী রাজু, স্বতন্ত্র প্রার্থী এস এম শাহিনুর রহমান।
জামালপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভ, গন অধিকার পরিষদের রুবেল মিয়া, জাতীয় পার্টির মীর সামছুল আলম লিপটন ও স্বতন্ত্র প্রার্থী ফিদেল নঈম। এ সময় প্রার্থীদের নিজ নিজ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জিন্নাতুল আরা জানান, বিকেল ৫ টা পর্যন্ত জামালপুর-৩ আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র গ্রহনকালে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।