
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রাক্তন ইউপি চেয়ারম্যান শিবলুল বারী রাজু।
বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) দুপুরে মাদারগঞ্জ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে সহকারী নির্বাচন অফিসার গোলাম সরোয়ার এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এসময় তার কর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিবলুল বারী রাজুর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা জামালপুর-৩ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। সাধারণ ভোটারদের মধ্যে এখন থেকেই এই আসনকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
মনোনয়ন ফরম কেনার পর শিবলুল বারী রাজু’র দেয়া ফেসবুক স্ট্যাটাস “মনোনয়ন ফরম তোলার মধ্যদিয়ে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ শুরু করলাম আনুষ্ঠানিক ভাবে। নির্যাতিত সকল জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ রইলো”।
মন্তব্য করুন