
জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গণঅধিকার পরিষদের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন গণঅধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মুহাম্মদ হামিদুর রহমান।
২৫শে ডিসেম্বর বৃহস্পতিবার ১২ টায় সংশ্লিষ্ট রিটানিং অফিসারের কার্যালয় থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও সুমন চৌধুরী’র কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন গণ অধিকার পরিষদ এর নেতৃবৃন্দ ।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ থেকে জামালপুর- ৩ আসনের প্রার্থী রুবেল মিয়া’র বাবা আঃ রাজ্জাক , গণঅধিকার পরিষদ মেলান্দহ উপজেলা শাখার সদস্য সচিব শাহিন আলম, মাদারগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব রবিন চৌধুরী, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মন্ডল, মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকিরসহ ছাত্র ও যুব গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ এ সময় বলেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে গণঅধিকার পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জামালপুর-৩ আসনে জনগণের স্বার্থে বিকল্প ও কার্যকর নেতৃত্ব গড়ে তুলতেই এই মনোনয়ন সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
মন্তব্য করুন