
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন/২০২৬ উপলক্ষে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জামালপুর জেলা বিএনপির উপদেষ্টা সদস্য ও মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ফায়েজুল ইসলাম লাঞ্জু।
বুধবার দুপুরে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার’ সহকারী রির্টানিং কর্মকর্তা সুমন চৌধুরী ও নির্বাচন কর্মকর্তা এনামুল হক এর কাছ থেকে নিজে এবং সহধর্মিণী সোনিয়া ইসলামের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় মাদারগঞ্জ উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা গোলাম সরোয়ার সজিব সহ স্বতন্ত্র এমপি প্রার্থী মোহাম্মদ ফায়েজুল ইসলাম লাঞ্জু’র কর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও আমার বাংলাদেশ (এবি) পার্টি’র মনোনীত জামালপুর-৩ আসনে এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মন্তব্য করুন