মানবতার সেবায় সব সময় এগিয়ে মাদারগঞ্জের সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর।
প্রতিবারের ন্যায় মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী আলহাজ্ব হামিদা নজরুল বিদ্যা নিকেতন মাঠে ঘুঘুমারী,নলছিয়া,বিনোদটঙ্গী, ঝাড়কাটা এলাকার প্রায় দুইশত পঞ্চাশ জন শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আলহাজ্ব হামিদা নজরুল বিদ্যা নিকেতন এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও
মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসাইন সুমন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার শাকের আহমেদ।
বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা অফিসের সমাজকর্মী মোঃ বেলাল হোসেন, উপদেষ্টা সদস্য শাহ জাহান সিরাজ, এমডি শিমুল, রকিবুল ইসলাম, আলহাজ্ব মোঃ ফজলুল হক, আমানউল্লাহ মেম্বার, শিক্ষা বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান প্রমূখ।
সার্বিক তত্বাবধানে রবিউল ইসলাম, এমডি মামুন, আল আমিন, আতিক,মাসুদ, মহন,আইয়ুব আলী, তাপস,লিটন, সিরাজুল ইসলাম খাঁজা সহ অনেকে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করা হয়।
এ সময় মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর উপদেষ্টা সদস্য সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সেবামুলক কাজে আগামী দিনে আরো যেন এগিয়ে আসতে পারেন এ লক্ষ্যে সকল প্রবাসীদের জন্য দোয়া কামনা করেছেন সভাপতি/সাধারণ সম্পাদক সহ সংগঠনের সদস্যবৃন্দ।