
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে (২২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রাণী সম্পদ অফিসে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র – নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলায় অসহায় গরিব মহিলাদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী (কর্মকর্তা) মিজ খাতিজা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রুপম মহন্ত, রাণীশংকৈল কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম, প্রাণী অফিসের কর্মচারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী উপকারভোগীরা।
ছাগল বিতরণ করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম আদিবাসী মহিলাদের উদ্দেশ্যে বলেন – যারা আজকে ছাগল এবং ছাগলের থাকার জন্য একটা ম্যাট পাচ্ছেন তারা একটি জিনিস খেয়াল করবেন আপনারা এই দুটি ছাগল দিয়ে আপনাদের আর্থ সামাজিক উন্নয়ন করবেন এবং ছাগল বিক্রি করে সেই টাকা দিয়ে আপনাদের ছেলে মেয়েদের পড়ালেখার জন্য খরচ করবেন। এই ছাগল লালন পালন করার মাধ্যমে আপনাদের যেনো আর্থ সামাজিক উন্নয়নে ভাগ্যের চাকা ঘুরে এবং সমাজে স্বাবলম্বী হতে পারেন।
মন্তব্য করুন