
জামালপুরের মাদারগঞ্জে প্রবাসী’র মোটরসাইকেল চুরি ঘটনা ঘটেছে ‘ এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। রবিবার রাতে মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ইউসুফ মিয়া (৩৮)। তিনি উপজেলার কড়ইচড়া ইউনিয়নের বিনোদটঙ্গী এলাকার এনছ মন্ডলের ছেলে।
থানায় অভিযোগে ভুক্তভোগী উল্লেখ্য করেন, গত ২১/১২/২০২৫ ইং তারিখ সময় অনুমান ৭.০০ ঘটিকায় আমার ছোট ভাই প্রবাসী মোঃ ইব্রাহীম এর মালিকানাধীন একটি হোন্ডা মোটরসাইকেল যার রেজি. নং: JAMALPUR-LA-12-1677, মডেল: X-BLADS ABS, চেসিস নাম্বার- PSOKCA190MH516391, ইঞ্জিন নাম্বার KC35EA4016162 : RAD, সিসি 163) গড়পাড়া চাইলেনীপাড়া মোড়ের পূর্ব পাশে নিরাপদ স্থানে রাখিয়া আসি। পরবর্তীতে উক্ত স্থানে গিয়া দেখি যে, আমার মোটরসাইকেলটি সেখানে নাই। আমি আশপাশে খোঁজখবর করিয়া নিশ্চিত হই যে, অজ্ঞাতনামা কে বা কাহারা আমার অজান্তে ও অনুমতি ব্যতীত উক্ত মোটরসাইকেলটি চুরি করিয়া লইয়া গিয়াছে। এ বিষয়ে আমি কোন বাক্তিকে সন্দেহ করিতে পারিতেছি না। উক্ত ঘটনার ফলে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রপ্ত হইয়াছি এবং ভবিষ্যতে উক্ত মোটরসাইকেলটি অপব্যবহার হইবার আশঙ্কা রহিয়াছে।
ভুক্তভোগী বলেন আমার ছোট ভাই ইব্রাহিম এর হোন্ডা মোটরসাইকেল টি চুরি হয়ে যাওয়ায় আমি হতাশাগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত। মোটরসাইকেল চোর দের যেন আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তি এবং মোটর সাইকেল উদ্ধার করা যায় এ জন্য থানায় একটি অভিযোগ দায়ের করেছি। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার শাকের আহমেদ জানান অভিযোগ পেয়েছি অনুসন্ধান চলছে’ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন