ইসলামের কল্যাণের পথ সবাইকে অনুসরণের আহ্বান জানিয়ে সিরাজগঞ্জ জেলার অন্যতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এনায়েতপুর থানার জামিয়াতুল হাসানাইন আল-ইসলামিয়া আজগড়ার উদ্যোগে বাৎসরিক ইসলামী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা থেকে দুই দিনব্যাপী এ ধর্মীয় সমাবেশে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুলতাজিম গ্রুপের এমডি আলহাজ্ব আব্দুস সালাম ফকির সভাপতিত্ব করেন। এতে ছারছীনা দরবার শরীফের গদীনশীন পীর শাহ আবু নছর নেছারুদ্দিন আহমদ হুসাইন, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি ও আল হাইয়াতুল উলামা লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর চেয়ারম্যান
আল্লামা মাহমুদুল হাসান দাঃ বাঃ, হাফিজুর রহমান কুয়াকাটা, মুফতী ওসমান গণী সালেহী সহ বরেণ্য আলেমগন বক্তব্য রাখেন।
বক্তারা, নবী-রাসূলের উম্মত হিসেবে ইসলামের আদর্শে পরিপূর্ণ জীবন ব্যবস্থা গড়ার পাশাপাশি মানবিক মূল্যবোধ লালন করে মানুষের পাশে থাকার আহ্বান জানাবেন।
পরে বাংলাদেশ সহ বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিদের মঙ্গল কামনা করা হয়। অন্যান্য বছরের মত এতে বিভিন্ন জেলার বিপুলসংখ্যক মুসল্লিরা অংশ নেন।