জামালপুরের মাদারগঞ্জের বালিজুড়ী এস.এম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাযা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর/২৫ শনিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত এই গায়েবানা জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।
গায়েবানা জানাযায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা নুরুল আমিন , বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাদারগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান , এনসিপি মাদারগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আব্দুল মালেক , গণ অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোহাম্মদ হামিদুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পাশাপাশি আলেম-ওলামা, ইমাম-খতিব, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমজীবীসহ নানা শ্রেণী-পেশার মানুষ জানাযায় শরিক হন।
জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ওসমান হাদির হত্যাকাণ্ডকে নির্মম ও নৃশংস আখ্যা দিয়ে বলেন, এই হত্যাকাণ্ড দেশের ন্যায়বিচার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। বক্তারা অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় বক্তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেন। তারা বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও সার্বভৌমত্বে বিদেশি—বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদী হস্তক্ষেপ দিন দিন স্পষ্ট হয়ে উঠছে।
বক্তারা অভিযোগ করেন, এই আধিপত্যবাদী প্রভাবের কারণেই ন্যায় ও সত্যের পক্ষে কথা বলা কণ্ঠগুলো দমন করা হচ্ছে।
বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশের স্বাধীনতা, জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।
গায়েবানা জানাযা শেষে বিশেষ মোনাজাতে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও শক্তি কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, নিরাপত্তা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়। গায়েবানা জানাযা ও দোয়া মাহফিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।