
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে আয়োজিত গণ সংবর্ধনায় যোগদানের প্রস্তুতি হিসেবে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব এ কে এম ইহসানুল হক মঞ্জু’র পক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় মেলান্দহ উপজেলা ও পৌর বিএনপির একাংশের আয়োজনে মেলান্দহ বাজারস্থ শাপলা মার্কেটের দ্বিতীয় তলায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাবেক সচিব এ কে এম ইহসানুল হক মঞ্জু।
বক্তব্যে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ। আসন্ন গণ সংবর্ধনা সফল করতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি ও শৃঙ্খলার সঙ্গে মাঠে থাকার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মিজানুর রহমান তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আজম খান, মেলান্দহ পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মো. রেজাউল করিম রেজা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলামিন মন্ডল, সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক,মেলান্দহ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান মিশু, ছাত্রদল নেতা আয়ান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা গণ সংবর্ধনা সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের সমন্বয় এবং জনসম্পৃক্ততা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন